ভুয়া তথ্য প্রতিরোধে জাবিতে ডিজিটাল নাগরিকত্ব প্রশিক্ষণ কর্মশালা

অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তুলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে ডিজিটাল নাগরিকত্ব বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল “ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স।” ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর অর্থায়নে কর্মশালাটি আয়োজন করা হয়।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত এই কর্মশালায় অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট কীভাবে সমাজ ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সকাল ১০টায় পরিচিতি পর্বের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের পার্থক্য, ভুয়া তথ্য ছড়ানোর কৌশল এবং এর সামাজিক প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি অনলাইনে তথ্য যাচাইয়ের পদ্ধতি, ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহারিক কৌশল এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার এক পর্যায়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত তথ্য যাচাই করার উপায় শেখানো হয়। এ সময় ডিজিটাল নৈতিকতা, দায়িত্বশীল অনলাইন আচরণ এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে করণীয় বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মৃধা মো. শিবলী নোমান বলেন, আমাদের দেশে যেভাবে ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের ব্যবহার দ্রুত বাড়ছে, সেই তুলনায় এ বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা ও সঠিক ব্যবহারের চর্চা গড়ে উঠছে না। এ কারণেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ডিজিটাল নাগরিকত্ব বিষয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে মতামত জানান।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ বলেন, ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স প্রজেক্ট-এর এই প্রশিক্ষণে অংশ নিয়ে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পেরেছি। বিশেষ করে অনলাইনে ভুয়া খবর ও গুজব কীভাবে ছড়ায় এবং সেগুলো শনাক্ত ও মোকাবিলা করার কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছি। একজন তরুণ নাগরিক হিসেবে আমি মনে করি, বর্তমান সময়ে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তুলবে এবং ভবিষ্যতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ৪১৬ ও ৪১৭ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য একই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল।

জান্নাতুল নূর
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়