বলিউডের অন্দরমহলে নতুন করে গুঞ্জন, তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার প্রেমের সম্পর্ক নাকি আর আগের জায়গায় নেই। ঘনিষ্ঠ সূত্রের দাবি, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই এই সম্পর্কে ইতি টেনেছেন দু’জনে। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। যদিও অনুরাগীদের একাংশের ধারণা, গায়ক এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতাই নাকি এই সম্পর্কের ফাটলের মূল কারণ।
এর আগে একাধিক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে বেশ খোলামেলা ছিলেন তারা সুতারিয়া। বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে যে তিনি ভীষণ সুখে আছেন, তা অকপটে জানিয়েছিলেন। এমনকি প্রেমিকের সঙ্গে ‘চাঁদ দেখার’ অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সুখের সফরেই কি এবার ইতি টানলেন তারা ও বীর—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউডে।
সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকেই এই জল্পনা আরও জোরালো হয়। গায়ক এপি ঢিল্লোঁর কনসার্টে বীর পাহাড়িয়ার সঙ্গেই উপস্থিত ছিলেন তারা। পরে তারা মঞ্চে উঠে এপি ঢিল্লোঁকে আলিঙ্গন করেন। ঠিক তখনই গায়ক আচমকা তারার গালে চুম্বন করেন। সেই মুহূর্তে এপি গাইছিলেন তাঁর জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’। উল্লেখযোগ্য বিষয় হলো, এই গানটির মিউজ়িক ভিডিওতে তারাকেই দেখা গিয়েছিল। দর্শকের ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন বীর পাহাড়িয়া, যিনি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।
এই বিতর্কের মাঝেই পাল্টা জবাব দেন তারা সুতারিয়া। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ভুল তথ্য, ‘চতুর সম্পাদনা’ আর টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। শেষ পর্যন্ত ভালবাসা আর সত্যেরই জয় হয়।” তারার এই পোস্টে তখন মন্তব্য করেছিলেন বীর পাহাড়িয়া। তিনি লেখেন, “বলাই বাহুল্য, আমার প্রতিক্রিয়ার ফুটেজটা অন্য একটি গানের সময়ের, ‘থোড়ি সি দারু’র নয়।” তবে কিছু সময় পর সেই মন্তব্য আর পোস্টে দেখা যায়নি। নেটাগরিকদের অনুমান, বীর নিজেই মন্তব্যটি মুছে দিয়েছেন। এই ঘটনাই নতুন করে জল্পনাকে আরও ঘনীভূত করেছে।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। নেটাগরিকদের একাংশ দাবি করেন, খোলা মঞ্চে প্রেমিকের সামনে এমন আচরণে সম্পর্ক ভাঙা অবশ্যম্ভাবী। কেউ কেউ তো সরাসরি তারার দিকে কটাক্ষ ছুড়ে দেন। এমনকি অনেকে মন্তব্য করেন, এ বার নিশ্চয়ই তারা ও বীরের সম্পর্ক ভেঙে যাবে।
তবে সব জল্পনার মাঝেও একটি বিষয় চোখে পড়েছে অনুরাগীদের—তারা ও বীর এখনও পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। তাঁদের একসঙ্গে তোলা ছবিও সামাজিক মাধ্যমে রয়ে গেছে। সম্পর্ক ভাঙার বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
উল্লেখ্য, আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে তারার প্রেমের সম্পর্কের কথা সামনে আসে। সেই সময় তারা বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। মনে হয় যেন চাঁদে রয়েছি।” সেই চাঁদের আলো কি এখন ম্লান—তা নিয়ে আপাতত উত্তর নেই। শুধু জল্পনা আর অপেক্ষাই সঙ্গী বলিউড অনুরাগীদের।
-বিথী রানী মণ্ডল










