জয়ের পক্ষে লড়বেন মনজুর আলম

জুলাই অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদালতের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নিয়োগপত্র বা অফিসিয়াল চিঠি ইস্যু হতে বিলম্ব হওয়ায় শুনানির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী ১১ জানুয়ারি শুনানির নতুন দিন ধার্য করেছেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছিলেন। প্রধান আসামি জয় পলাতক থাকায় এবং আদালতে আত্মসমর্পণ না করায় আইনি বাধ্যবাধকতা মেনে এই ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
মামলার প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনের তথ্য বিশ্ববাসীর কাছে আড়াল করতে ইন্টারনেট শাটডাউনের মূল ‘মাস্টারমাইন্ড’ ছিলেন সজীব ওয়াজেদ জয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ রয়েছে। পলক বর্তমানে কারাবন্দি রয়েছেন এবং তার পক্ষে ব্যক্তিগত আইনজীবী লড়ছেন।
– লামিয়া আক্তার/