প্রযুক্তি দুনিয়ায় একের পর এক নতুন আপডেট এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করে তুলছে হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার অ্যাপটির মাদার কোম্পানি মেটা নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শক্তিশালী ফটো এডিটিং ফিচার। নতুন এই সুবিধা চালু হলে ছবি এডিট করার জন্য আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না।
নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরির সময় সরাসরি মেটা এআই ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন। শুধুমাত্র একটি প্রম্পট দিলেই এআই মুহূর্তের মধ্যে ছবির রঙ পরিবর্তন, অবজেক্ট যোগ বা বাদ দেওয়া, ব্যাকগ্রাউন্ড বদলসহ নানা ধরনের কাজ করে দেবে।
রঙিন ছবিকে সাদা-কালো বা ভিন্ন কালার টোনে রূপান্তর করা, ছবির অপ্রয়োজনীয় অংশ সরানো কিংবা নতুন উপাদান যুক্ত করার মতো কাজ এতদিন তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে করতে হতো। এবার সেই সব সুবিধাই মিলবে হোয়াটসঅ্যাপের মধ্যেই।
এই এআই ফটো এডিটিং ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা প্রথমে অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে শুরু হয়। সম্প্রতি আইওএস বিটা ব্যবহারকারীদের জন্যও (টেস্টফ্লাইট) এটি উন্মুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কিছু আইফোন ব্যবহারকারী স্ট্যাটাস তৈরির সময় একটি নতুন এডিটিং ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেখানে ইনবিল্ট ফিল্টারের পাশাপাশি রয়েছে উন্নত এআই টুল।
মেটা এআইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপ একাধিক নতুন ভিজ্যুয়াল স্টাইল পরীক্ষামূলকভাবে যুক্ত করছে। এর মধ্যে রয়েছে অ্যানিমে, কমিক বুক, ক্লে আর্ট, পেইন্টিং, থ্রিডি, কাওয়াই ও ভিডিও গেম স্টাইল। এসব স্টাইল সাধারণ ফিল্টারের মতো নয়; বরং এআই পুরো ছবিটিকেই নতুন একটি স্টাইলে পুনর্নির্মাণ করে দেয়। ব্যবহারকারী চাইলে একই স্টাইলে বারবার নতুন আউটপুট তৈরি করতে পারবেন।
এ ছাড়াও মেটা এআই ছবির ভেতর থেকে অবাঞ্ছিত বস্তু সরানো, নতুন দৃশ্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এমনকি স্থির ছবিকে ছোট অ্যানিমেটেড ক্লিপে রূপান্তর করার সুবিধাও দেবে। এআই স্বয়ংক্রিয়ভাবে ছবির স্বাভাবিকতা বজায় রাখায় এডিট করা ছবিগুলো দেখতে হবে অনেকটাই পেশাদার মানের।
বর্তমানে এই ফিচারটি সীমিতসংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য চালু রয়েছে। ধাপে ধাপে বিভিন্ন অঞ্চল ও ব্যবহারকারীর মধ্যে এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফলে একসঙ্গে সবাই আপডেটটি পাচ্ছেন না।
সব মিলিয়ে, নতুন এই এআই ফটো এডিটিং সুবিধা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে একটি ছোট কিন্তু শক্তিশালী ক্রিয়েটিভ স্টুডিওতে রূপ দিতে চলেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: নিউজ ১৮










