২০২৫ সালে ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু সন্ধ্যা ছিল, যেগুলো মানুষকে একটু থামতে শিখিয়েছে। ২১ অক্টোবরের রাতটি তেমনই একটি। কালাবাগান ক্রীড়া চক্র মাঠে সেদিন ভিড় হয়েছিল শিশু, শিক্ষার্থী আর আকাশ দেখতে ভালোবাসা সাধারণ মানুষের। উদ্দেশ্য একটাই—অরায়নিডস উল্কাবৃষ্টি দেখা। আকাশ ছিল মেঘে ঢাকা, কিন্তু আগ্রহের ঘাটতি ছিল না।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল এই উন্মুক্ত পর্যবেক্ষণ ক্যাম্প। বিনা টিকিটে, কোনো আনুষ্ঠানিকতার ঝামেলা ছাড়াই মানুষ এসেছিলো মাঠে। সন্ধ্যার পরপরই টেলিস্কোপ বসানো শুরু হয়। স্বেচ্ছাসেবীরা ব্যস্ত ছিলেন যন্ত্র ঠিক করা আর প্রশ্নের উত্তর দিতে। শিশুদের চোখেমুখে তখন একটাই প্রশ্ন—“উল্কাটি কখন দেখা যাবে?”
অরায়নিডস উল্কাবৃষ্টি প্রতি বছর অক্টোবরেই হয়। পৃথিবী তখন ধূমকেতু ১পি/হ্যালির রেখে যাওয়া ধুলোর পথ পেরিয়ে যায়। ১৯৮৬ সালে শেষবার হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল, কিন্তু তার রেখে যাওয়া চিহ্ন আজও আকাশে আলো হয়ে ঝরে পড়ে। ২০২৫ সালে এই উল্কাবৃষ্টির সময় চাঁদের আলো তেমন ছিলো না, তাই অনেকেই ভালো দৃশ্যের আশা করেছিলেন।
কিন্তু ঢাকার আকাশ সেদিন সহায় হয়নি। মেঘের ফাঁক দিয়ে খুব বেশি উল্কা দেখা যায়নি। তবু হতাশার বদলে মানুষ গল্প শুনেছে—ধূমকেতু কী, উল্কা কেন হয়, আকাশে কোন গ্রহ এখন দেখা যাচ্ছে। এই অক্টোবর মাস আরও আলাদা ছিল, কারণ একই রাতে দুটি ধূমকেতু—C/2025 R2 (SWAN R2) আর C/2025 A6 (Lemon)—পৃথিবীর কাছাকাছি ছিলো। দেখা না গেলেও জানাটাই অনেকের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
উল্কা না দেখেও রাতটা খালি যায়নি। টেলিস্কোপ ঘুরে যায় শনি আর বৃহস্পতির দিকে। অনেক শিশুই জীবনে প্রথমবার শনির বলয় দেখে চুপ করে গিয়েছিলো। কেউ কেউ আবার বৃহস্পতির উপগ্রহ গুণে দেখার চেষ্টা করছিলো। সেই মুহূর্তে বোঝা যাচ্ছিলো, আকাশ দেখার আনন্দ আসলে খুব সহজ, শুধু সুযোগ দরকার।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৮ বছর ধরে কোনো লাভের কথা না ভেবে এমন আয়োজন করে আসছে। তাদের মূল লক্ষ্য একটিই বিশেষত শিশুদের আকাশের প্রতি আগ্রহী করা। কালাবাগানের সেই রাতটি দেখিয়ে দিয়েছে, সবসময় বড় কোনো দৃশ্য দরকার হয় না। কখনো কখনো শুধু মানুষকে এক জায়গায় জড়ো করে ওপরে তাকানোর সুযোগ করে দিলেই যথেষ্ট।
২০২৫-কে ফিরে দেখলে, এই আয়োজনটি মনে থাকে ঠিক এই কারণেই—মেঘলা আকাশের নিচেও মানুষ সেদিন আকাশের সঙ্গে নিজের সম্পর্কটা নতুন করে আবিষ্কার করেছিলো।
সাবরিনা/










