মাধ্যমিক থেকে স্নাতক স্তরের বৃত্তি বৃদ্ধি ও অর্থ দ্বিগুণের পরিকল্পনা

ছবি- সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার দেশের মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ‘মেধা’ ও ‘সাধারণ’ বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। জুনিয়র শিক্ষাবৃত্তি বৃদ্ধির উদ্যোগের পর এবার এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির হার ২০ শতাংশ বৃদ্ধি এবং মাসিক ও এককালীন অর্থের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি এ প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে বিদ্যমান ৪১ হাজার বৃত্তির সঙ্গে আরও ৮ হাজার ১৯২ জন শিক্ষার্থী নতুনভাবে বৃত্তি পাবেন। এতে এই তিন স্তরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৪৯ হাজার ১৫১ জনে।

মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নান জানান, “জুনিয়র শিক্ষাবৃত্তির হার ও আর্থিক সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের বৃত্তি না বাড়ালে অসামঞ্জস্য তৈরি হবে। এ বিষয়টি বিবেচনায় রেখেই আমরা পরিকল্পনা করেছি।”

তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে শিগগিরই অর্থ বিভাগের অনুমোদন পাওয়া যাবে এবং চলতি অর্থবছর থেকেই পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

মালিহা