ঢাবি আইবিএ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ফল আপলোড করা হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপর উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে গত ১৭ ডিসেম্বর ‘কমিউনিকেশন টেস্ট’ অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই আজ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ।

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে লগইন করে তাদের ফলাফল দেখতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে: টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ নম্বর থেকে DU IBA <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

আইবিএ-তে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৯ হাজার ৫২ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ৮০ জন ভর্তিচ্ছু।

অর্ণব