ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অসন্তুষ্ট প্রার্থীরা আজ মঙ্গলবার থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার প্রক্রিয়া আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। গত রবিবার ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানিয়েছে।
ফলাফল পুনঃনিরীক্ষায় আগ্রহী প্রার্থীদের ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন (শুক্র ও শনিবারসহ) সকাল ৯টা হতে বিকেল ৫টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রার্থীকে নিজ হাতে লেখা আবেদনপত্র ১০০০ টাকা ফিসহ জীববিজ্ঞান অনুষদ অফিসে সশরীরে জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলো সংযুক্ত করতে হবে:
-
এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি।
-
ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি।
-
অনলাইন থেকে সংগৃহীত ফলাফলের কপি।
পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জীববিজ্ঞান অনুষদ অফিসের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞান ইউনিট অংশে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত রবিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান ইউনিটে মোট ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞানের ৭ হাজার ২১২ জন, মানবিকের ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন রয়েছেন। তবে বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জন প্রার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মালিহা










