ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কর্মজীবন নতুন বছরেই নতুন চমক নিয়ে ফিরছে। সাম্প্রতিক সময়ে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিটি দর্শক এবং ব্যবসা উভয়ের দিক থেকে সাফল্যের নজির স্থাপন করেছিল। আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমা শুধু শাকিব খানের ক্যারিয়ারকেই এগিয়ে দেয়নি, বরং গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক সম্ভাবনার নতুন দ্বারও খুলে দিয়েছে। অনেক সিনেমা হল এই ছবির কল্যাণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।
এরপর শাকিব খানকে মূলত অ্যাকশন ঘরানার ছবিতে দেখা গেছে—‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’—এই সব ছবিই তার জনপ্রিয়তার সাথে মিলিয়ে দর্শককে উত্তেজনা দিতে সক্ষম হয়েছে। এছাড়া শাকিবের আসন্ন ছবি ‘প্রিন্স’-ও অ্যাকশন ঘরানার। তবে নতুন খবরটি ভক্তদের জন্য একটু ভিন্ন রকমের। শাকিব এবার আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে তার বিপরীতে থাকবেন একজন পাকিস্তানি নায়িকা।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে শাকিব রোমান্টিক ছবিতে অভিনয় করবেন। ইতোমধ্যেই কয়েকজন সম্ভাব্য নায়িকার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আরেকটি সূত্রে বলা হচ্ছে, তার বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। জানা গেছে, বাংলাদেশে আসার আগেই গত আগস্ট মাসে হানিয়া এবং শাকিবের টিম প্রাথমিকভাবে সিনেমা নিয়ে কথা বলেছিল।
মৌখিকভাবে হানিয়ার টিম শাকিবের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। যদিও চুক্তিবদ্ধ এখনো হয়নি, প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত বলে জানা গেছে। সূত্রটি আরও জানায়, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে শাকিবের সঙ্গে তার সময়সূচি মিলিয়ে শুটিংয়ে দেখা যাবে।
সূত্রটি আরও জানাচ্ছে, শাকিবের বিপরীতে হানিয়া আমির বা অন্য কোনো পাকিস্তানি পরিচিত মুখ থাকাও মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত ঘোষণা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে শাকিব খান শিগগিরই তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন, যেখানে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। এছাড়া শাকিবের আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই নতুন বছরের শুরুতেই ভক্তরা শাকিবের নতুন রোমান্টিক জুটি এবং সিনেমার জন্য আগ্রহ ও উচ্ছ্বাস দেখাচ্ছেন।
বিথী রানী মণ্ডল/









