এ সরকারের মেয়াদকালেই হাদি হত্যার বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “যারা ভোট বানচাল করতে চায় বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।” দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, যা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’-এর আওতায় এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 রাজনৈতিক দলগুলোর ভেতরে যাতে ‘ফ্যাসিস্ট এজেন্টরা’ ঢুকে পড়তে না পারে, সে বিষয়ে দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।

শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শেষ করা হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুব শিগগিরই মামলার চার্জশিট জমা দেওয়া হবে।”

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

-এম এইচ মামুন