ক্রাউড ফান্ডিংয়ের ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামতে সাধারণ মানুষের সহায়তাকেই মূল ভরসা করেছেন তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা দিয়েই তিনি নির্বাচনী ব্যয় পরিচালনা করবেন।
হলফনামার তথ্যানুসারে, ‘ক্রাউড ফান্ডিং’ পদ্ধতিতে সংগৃহীত অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে সক্রিয় থাকার সময়েই তিনি এই অর্থ সংগ্রহ করেন বলে উল্লেখ করেছেন। সম্প্রতি দলটি ত্যাগ করা তাসনিম জারা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস হিসেবে তিনি নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকার কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তাঁর কাছে রয়েছে তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, দেশে চাকরি করে বছরে তাঁর আয় সাত লাখ ১৩ হাজার টাকা। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তাঁর বার্ষিক আয় মাত্র ২৬৪ টাকা। অন্যদিকে দেশের বাইরে একই খাত থেকে তাঁর আয় তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
সম্পদের হিসাবেও রয়েছে স্পষ্ট তথ্য। হলফনামা অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তবে তাঁর নামে কোনো স্থাবর সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণ মানুষের অর্থায়নে নির্বাচনী প্রচার চালানোর এই উদ্যোগ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

মামুন/