ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, থালাপতি বিজয়ের নতুন ছবি ‘জননায়গন’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে এরই মধ্যে ১৫ কোটি রুপি আয় করেছে। ছবিটি উদ্বোধনী দিনের শোসহ এই আয় করেছে, যদিও এখনো কোনো অফিসিয়াল ট্রেলার প্রকাশ পায়নি। ট্রেড মহলে এর সাড়া তাতে যথেষ্ট চমক সৃষ্টি করেছে।
বিদেশি বাজার থেকে অগ্রিম বিক্রিতে ছবিটি আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। বিশেষ করে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো এলাকায় থালাপতি বিজয়ের বিশাল ভক্তসমাজ ছবিটি দেখার আগ্রহ দেখিয়েছে।
অন্যদিকে ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটির আয় তুলনামূলকভাবে কম—প্রায় ৩ কোটি রুপি। ট্রেড বিশ্লেষকদের মতে, এর মূল কারণ হলো এই মুহূর্তে শুধুমাত্র কর্ণাটক ও কেরালা রাজ্যেই টিকিট বুকিং চালু রয়েছে।
তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে অগ্রিম বিক্রির অঙ্কে বড় ধরনের উল্লম্ফন আশা করা হচ্ছে। কারণ, প্রথম দিনের আয় এবং মোট বক্স অফিস পারফরম্যান্সে এই অঞ্চলগুলোই সাধারণত বিজয়ের ছবির জন্য মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।
মুক্তির আগেই অগ্রিম বিক্রির এই সাফল্য স্পষ্ট করে দেখাচ্ছে, বিজয়ের বিদায়ী ছবিকে ঘিরে অনুরাগীদের আবেগ ও প্রত্যাশা কতটা উঁচু পর্যায়ে রয়েছে। এ ছাড়া, ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-র রিমেক কি না—সেই নিয়ে ঘন ঘন আলোচনা হচ্ছে।
-বিথী রানী মণ্ডল










