ফুটবল মাঠে গোলই শেষ কথা। কিন্তু মরক্কোতে চলমান আফ্রিকা কাপ অফ নেশনসে (আফকন) এক অবিশ্বাস্য নজির গড়ল সুদান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল নিজেদের খেলোয়াড়দের দিয়ে একটি গোলও না করিয়েই পৌঁছে গেছে নকআউট পর্বে!
কিভাবে এল এই সাফল্য?
‘ই’ গ্রুপে আলজেরিয়া ও বুরকিনা ফাসোর পরই তৃতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে সুদান। গ্রুপ পর্বের তিন ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। তবে বিস্ময়কর তথ্য হলো, এই তিন ম্যাচে সুদানের কোনো ফুটবলার প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি।
তাদের একমাত্র জয়টি এসেছে গিনির বিপক্ষে ১-০ ব্যবধানে। সেই ম্যাচেও সুদানের ত্রাতা ছিলেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার সোল কোকো, যার ভুলে আত্মঘাতী গোল পায় সুদান। বাকি দুই ম্যাচে সুদান কোনো গোল করতে পারেনি। ভাগ্যের এমন অদ্ভুত সহায়তায় ইতিহাস গড়েছে সুদান।
ইতিহাসের পাতায় নাম আফকনের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনোই কোনো দল গ্রুপ পর্বে নিজেদের পায়ে গোল না করে পরের রাউন্ডে যেতে পারেনি। এই বিরল রেকর্ডের মাধ্যমেই তারা এখন শেষ ষোলোতে।
এখন দেখার বিষয়, নকআউট পর্বে সুদানের স্ট্রাইকাররা তাদের এই গোলখরা কাটাতে পারেন কি না, নাকি ‘আত্মঘাতী’ ভাগ্যের ওপর ভর করেই তারা আরও বহুদূর যাবে।










