টিনএজ ব্যবহারকারীদের জন্য এআই ক্যারেক্টার সাময়িকভাবে বন্ধ করছে মেটা

ছবি: সংগৃহীত

 

বিশ্বব্যাপী টিনএজ ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিজেদের সব অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যারেক্টার ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিনএজদের জন্য আলাদা ও আরও নিরাপদ এআই অভিজ্ঞতা পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মেটার মাইনর প্রটেকশন–সংক্রান্ত হালনাগাদ ব্লগ পোস্টে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিনএজ ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রামসহ মেটার কোনো প্ল্যাটফর্মেই এআই ক্যারেক্টারে প্রবেশাধিকার পাবেন না। নতুন সংস্করণটি চালুর আগে পর্যন্ত এই সুবিধা বন্ধ থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, টিনএজদের জন্য যেসব নতুন এআই ক্যারেক্টার তৈরি করা হচ্ছে, সেগুলোতে বিশেষ প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা যুক্ত থাকবে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানের এআই ক্যারেক্টারের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ রাখতে পারবেন। যদিও গত বছরের অক্টোবরে এ ধরনের ব্যবস্থার পরিকল্পনার কথা জানানো হয়েছিল, এখনো তা বাস্তবায়ন করা হয়নি বলে স্বীকার করেছে মেটা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত কিছু এআই চ্যাটবটের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের সঙ্গে এসব চ্যাটবটের কথোপকথনের ধরন নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটেই টিনএজ ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এআই অভিজ্ঞতা নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মেটা।

এর আগে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল, টিনএজদের জন্য এআইভিত্তিক কনটেন্ট ব্যবস্থা সিনেমার ‘পিজি-১৩’ রেটিং নীতিমালা অনুসরণ করবে, যাতে বয়সের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা অনুপযুক্ত বিষয়বস্তুর সংস্পর্শে তারা না আসে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোও প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেটার এআই নীতিমালার আওতায় টিনএজ ব্যবহারকারীদের সঙ্গে আপত্তিকর ও প্ররোচনামূলক কথোপকথনের ঝুঁকি রয়ে গেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

সাবরিনা রিমি/