গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন হাসান আল মামুন

ছবি: গণঅধিকার পরিষদের সৌজন্যে

মো. রাশেদ খান সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে হাসান আল মামুনকে। তিনি এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার রাতে দলের নীতিনির্ধারকদের এক ভার্চ্যুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ, নির্বাহী কমিটি এবং বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানান দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

দলীয় সূত্র জানায়, আপাতত হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁকে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক করা হবে কি না, সে বিষয়ে দলের ভেতরে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রাশেদ খান সম্প্রতি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। তিনি আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়া হাসান আল মামুন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। সে সময় তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

আফরিনা সুলতানা/