ফিফা এবং ‘হক-আই ইনোভেশনস’-এর যৌথ উদ্যোগে তৈরি এই প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত করা হয়েছে ‘রিয়েল-টাইম থ্রিডি রিক্রিয়েশন’।
ভিডিও প্রযুক্তির ব্যবহার শুরু হলেও গোল নিয়ে বিতর্ক সম্পূর্ণ ভাবে নির্মূল করা যায়নি। ফিফা এ বার তাই ‘আউট অফ বাউন্ডস’ নামে নতুন প্রযুক্তি সফল ভাবে পরীক্ষা করল। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে গোল হওয়ার ঠিক আগে বল মাঠের বাইরে চলে গিয়েছিল কি না।
এম. এইচ. মামুন










