মায়ের সাক্ষাতে এভারকেয়ারে ছুটলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, একজন সন্তান হিসেবে তার মন মায়ের হাসপাতালের শয্যার পাশে পড়ে আছে, তবে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি আগে নেতাকর্মী ও জনগণের সঙ্গে কথা বলতে এসেছেন।

হাসপাতালে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তার কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বাস থেকে নেমে হেঁটে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

তার আগমন ঘিরে সকাল থেকেই হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়, যদিও হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার জন্য দলীয়ভাবে নির্দেশনা ছিল।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছায়।

এমইউএম/