দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বুধবার তিতাস গ্যাসের ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৪৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে (হাইব্রিড সিস্টেম) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এবং তিতাস বোর্ডের চেয়ারম্যান জনাব মো. সাইফুল্লাহ পান্না। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ, পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি সরকারের ইকুইটির (Equity) বিপরীতে প্রেফারেন্স শেয়ার (Preference Share) ইস্যু করার সিদ্ধান্তটিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আলোচ্য অর্থবছরে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ চূড়ান্ত করা হয়েছে। গ্রাহকসেবা মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করে কোম্পানিকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ।










