চেলসির নয়া কোচের দৌড়ে এগিয়ে লিয়াম রোজেনিয়র: কে এই স্ট্রাসবুর্গ বস

সূত্রঃ স্কাই স্পোর্টস

এনজো মারেস্কার বিদায়ের পর চেলসির পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের দায়িত্বে থাকা তরুণ ইংলিশ কোচ লিয়াম রোজেনিয়রই ব্লুজদের হটসিটে বসার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। ১৮ মাস আগে হাল সিটির দায়িত্ব ছাড়ার পর এখন স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব নেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে তার।

হাল সিটি থেকে চেলসির রাডারে

২০২৪ সালের মে মাসে হাল সিটি থেকে যখন রোজেনিয়রকে বরখাস্ত করা হয়, তখন কেউ কল্পনাও করেনি যে দুই বছরের কম সময়ের মধ্যে তিনি চেলসির প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকবেন। চেলসির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্লু-কো’ (BlueCo) যেভাবে স্ট্রাসবুর্গকে খেলোয়াড় তৈরির ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে, কোচের ক্ষেত্রেও তারা একই মডেল অনুসরণ করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই আছেন ৪১ বছর বয়সী রোজেনিয়র।

কেন রোজেনিয়রকে চাইছে চেলসি?
চেলসি এখন তাৎক্ষণিক প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়ে দীর্ঘমেয়াদী ‘প্রজেক্ট’ বা মডেলে বিশ্বাসী। মারেস্কার অধীনে চেলসি গত মৌসুমে প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বয়সী একাদশ মাঠে নামিয়েছিল। রোজেনিয়রও তরুণ প্রতিভার বিকাশে বেশ দক্ষ।

স্ট্রাসবুর্গে নিজের অভিষেক মৌসুমে তিনি লিগ ওয়ানের ইতিহাসে প্রথমবারের মতো এমন এক একাদশ নামিয়েছিলেন, যেখানে সব খেলোয়াড়ই ছিলেন ফরাসি এবং অনূর্ধ্ব-২৩ বয়সী। গত মৌসুমে তার অধীনে স্ট্রাসবুর্গ ১৯৮১ সালের পর দ্বিতীয়বারের মতো সেরা সাতে থেকে লিগ শেষ করে। এ ছাড়া তার খেলানোর ধরনও (পাসিং এবং হাই-প্রেস ফুটবল) মারেস্কার দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা চেলসির বর্তমান স্কোয়াডের সঙ্গে সহজেই মানিয়ে যাবে।

মারেস্কার সঙ্গে পার্থক্য এনজো মারেস্কার বিদায়ের অন্যতম কারণ ছিল মেডিকেল টিম এবং অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে বোর্ডের সঙ্গে মতভেদ। অন্যদিকে, রোজেনিয়র ক্লাবের কাঠামোর মধ্যে থেকে কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ডার্বি কাউন্টিতে ওয়েইন রুনির সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন রোজেনিয়র ট্যাকটিক্যালি বিচক্ষণ এবং তরুণদের উজ্জীবিত করতে পারেন।

গুঞ্জন নিয়ে যা বললেন রোজেনিয়র চেলসিতে যোগ দেওয়া নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি রোজেনিয়র। নিসের বিপক্ষে স্ট্রাসবুর্গের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভবিষ্যতে কী আছে তা আমার জানা নেই। আমার পূর্ণ মনোযোগ এখন স্ট্রাসবুর্গকে জেতানোর দিকেই। আগামী ছয় মাসের মধ্যে কী হবে, তা আমার নিয়ন্ত্রণে নেই।”

তিনি আরও যোগ করেন, “গণমাধ্যমে কী বলা হচ্ছে তা নিয়ে ভাবলে যে কোনো কোচই পাগল হয়ে যাবে। আমি এই ক্লাবকে ভালোবাসি এবং মালিকপক্ষও আমাকে যথেষ্ট সমর্থন দিচ্ছে। তারা চেলসির ভালো চায়, তেমনি স্ট্রাসবুর্গেরও সাফল্য চায়।”

-অর্ণব