দাখিল পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর, সম্পূর্ণ গাইড ও ফির বিস্তারিত

২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফরম পূরণের কাজ শুরু হতে যাচ্ছে আগামীকাল ৩১ ডিসেম্বর থেকে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সোমবার (২৯ ডিসেম্বর) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সীমা, ফি এর হার এবং অন্যান্য নিয়মকানুন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নিয়মিত সময়ে ফরম পূরণ করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময়ে ফি জমা দেওয়ার সময়সীমা ১১ জানুয়ারি পর্যন্ত। বিলম্বে ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে, তবে এতে ১০০ টাকা অতিরিক্ত বিলম্ব ফি দিতে হবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার সময়সীমা ১৮ জানুয়ারি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে ইএফএফ–এ ক্লিক করতে হবে। এরপর EIIN এবং Password দিয়ে লগইন করতে হবে। সম্ভাব্য তালিকা (Probable List) প্রিন্ট করে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। তারপর এই তথ্য কম্পিউটারে সিলেক্ট করে টেম্পোরারি লিস্ট প্রিন্ট করতে হবে এবং ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

সিলেকশন সম্পন্ন করার পর পেমেন্ট বাটনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা (Final Candidate List) প্রিন্ট করার সুবিধা সক্রিয় হয়ে যাবে। এই তালিকা প্রিন্ট করে প্রতিটি পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে এবং প্রতিটি পৃষ্ঠায় মাদ্রাসাপ্রধান স্বাক্ষর করবেন।

দাখিল পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না। এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

২০২৪-২০২৫ সেশনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে। ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ সেশনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী, যারা ২০২৪ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৫ সালের দাখিল পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা (অতিরিক্ত বিষয় বাদে) রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে পারবে। তারা চাইলে সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতেও পারবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে। এই তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যেসব পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে, তাদের ব্যতীত অন্যান্য সব শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।