কাল শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, জানা থাকুক গুরুত্বপূর্ণ নির্দেশনা

আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সূচি অনুযায়ী— ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিতের প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা ও ১০০ নম্বরের। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
২. পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড স্পষ্টভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৪. অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর (Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW) অথবা সাধারণ নন-সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অন্য কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিষিদ্ধ।
৫. পরীক্ষা শুরুর ১ ঘণ্টার আগে কেউ উত্তরপত্র জমা দিতে পারবে না এবং প্রাকৃতিক জরুরি কারণ ছাড়া পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না। ইনভিজিলেটর উত্তরপত্র সংগ্রহের আগে কেউ আসন ছেড়ে উঠতে পারবে না।
৬. হাজিরা খাতায় অবশ্যই স্বাক্ষর করতে হবে।
৭. পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই উত্তরপত্র জমা দিতে হবে।

অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারের ক্ষেত্রে নাম, রোল, কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখে ইনভিজিলেটরের স্বাক্ষর নিশ্চিত করতে হবে। সব উত্তর ক্রমানুসারে সাজিয়ে মূল উত্তরপত্রের সঙ্গে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।