জাবিতে ‘বি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ: সর্বোচ্চ প্রতিযোগিতা জীববিজ্ঞান অনুষদে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ সোমবার (২২ ডিসেম্বর) সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন হাজারো পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে, আজ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী লড়ছেন। এই ইউনিটে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১১ হাজার ৬১২টি। এখানে আসনপ্রতি লড়াই করছেন ৫৮ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে তীব্র প্রতিযোগিতা হতে যাচ্ছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এখানে মাত্র ৩১০টি আসনের বিপরীতে লড়বেন ৭০ হাজার ২২০ জন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা রেকর্ড ২২৭ জন।

উল্লেখ্য, গতকাল ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।