জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১০টি বিভাগ (কেন্দ্র) ও একটি অনুষদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ধারাবাহিকভাবে ফল ঘোষণা শুরু হয়। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আবদুল আলীম আরিফ। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ১ হাজার ২০ ভোট। অপরদিকে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৮৯৯ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগ ও কেন্দ্রের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলোর ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, দর্শন ও বায়োকেমিস্ট্রি বিভাগ এবং চারুকলা অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মালিহা নামলাহ










