ভারত–পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ফাইনালে প্রধান অতিথি নকভি, তৈরি হচ্ছে নতুন বিতর্ক

প্রায় তিন মাস আগে দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া ম্যাচটি শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চে সৃষ্টি হয় জটিলতা। এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। ফলে ট্রফি না নিয়েই দেশে ফিরে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।

এরপর বিষয়টি নিয়ে দেনদরবার ও আইসিসি-এসিসির একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও সেপ্টেম্বরের সেই ঘটনার কোনো চূড়ান্ত সমাধান এখনো হয়নি। ভারতীয় দল এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পায়নি।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আরেকটি ঘটনা। এসিসি প্রেসিডেন্ট হিসেবে এখনো বহাল থাকা মহসিন নকভি আজ দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন। ফাইনালে আবারও মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

ইতোমধ্যে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নকভি ম্যাচ ভেন্যুতে উপস্থিত হয়েছেন এবং দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই উপভোগ করছেন। এখন প্রশ্ন উঠছে, সিনিয়র দলের ঘটনার পুনরাবৃত্তি হবে কি না—ভারতের অনূর্ধ্ব-১৯ দল বা তাদের টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।

এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ট্রফি গ্রহণ কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে থাকা নিয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। তবে ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারও মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ নাও করতে পারে ভারতীয় দল।

ফাইনাল শেষে কী ঘটে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

এমইউএম/