ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম রানী রংপুর–৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বুধবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর রানী জানান, জনগণের ভালোবাসা ও উৎসাহ তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। কোনো দলের শক্তি নয়, ন্যায়, বিশ্বাস ও মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চান তিনি। তাঁর ভাষায়, মানুষের হয়ে কথা বলতে এবং অবহেলিতদের কণ্ঠস্বর হতে নির্বাচন করছেন।
তিনি বলেন, তাঁর কোনো পারিবারিক বাধা নেই, নেই ব্যক্তিগত চাপ। তাই রংপুর–৩ আসনের জনগণের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য সময় ও শ্রম দিতে চান তিনি। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেছেন রানী।
তরুণদের উদ্দেশে রানী বলেন, বেকার যুবক–যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। দেশের মাটিতেই তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার পরিকল্পনা তাঁর। তরুণদের ভোটেই পরিবর্তনের সূচনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সানা










