ধামরাই (ঢাকা ) থেকে :
দ্বিতীয় ধাপে ঢাকার ধামরাইয়ের ১৫ ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার ১১ (নভেম্বর) শুরু হবে ভোটগ্রহণ। এরই মধ্যে নির্বাচেনর সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কর্মকর্তা।
ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। মামলার জটিলতার কারণে একটি ইউনিয়নের ভোটগ্রহণ একবছর পরে হওয়ার কারণে সেটি বাদ দিয়ে ১৫টি ইউনিয়নে ১১ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।
উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৯২১টি এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৬টি এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৪৫টি এবং ১৫৫টি কেন্দ্রে ৬৮০টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতি কেন্দ্রে কঠোর নিরাপত্তার জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সর্বক্ষণ মাঠে থাকবে। এছাড়া ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বিজিবি একটি টহল টিম থাকবে বলে জানা গেছে।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যলয় থেকে সকালে ব্যালট পেপার নেওয়া হবে। ব্যালট বাক্রসহ অন্যান্য ভোট গ্রহণের সামগ্রী ইতোমধ্যে উপজেলার সকল ভোটকেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার সকল কাজ ও সম্পূর্ণ করেছে। তবে ১৫টি ইউনিয়নের মধ্যে ধামরাই সদর ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিবে। এছাড়া ১৫ টি ইউনিয়নে ১৫ জন নির্বাহী ম্যাজস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু ভোট গ্রহণের জন্য মাঠে থাকবে।