ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সহ সভাপতি ঢাকা জেলা ছাত্রলীগ ও সাংগঠনিক সম্পাদক বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং বালিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর রহমান এর নির্বাচনী প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর বালিয়া ইউনিয়নের বাস্তা নয়ারচর এলাকায় এ নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মো. আব্দুল বাসেদ এর সভাপতিত্বে বালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনিস-উর রহমান এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর রহমান।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান বলেন, আমি দলের কাছে চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর দিক-নির্দেশনায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি -যাবো।
দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বালিয়া ইউনিয়ন বাসিকে আধুনিক সেরা পছন্দের ইউনিয়ন উপহার দিবো,মাদক ,সন্ত্রাস মুক্ত করে যুব সমাজকে একটি আধুনিক সমাজ উপহার দিবো। পরিশেষে তিনি সকলের কাছে ভোট প্রার্থনা ও সকলের সমর্থন কামনা করেন,উঠান বৈঠক শেষে তিনি এলাকার ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় চেতনা ৭১ বাংলাদেশ ধামরাই উপজেলা শাখার আহব্বায়ক লুৎফর রহমান, সদস্য জেলা পরিষদ ও ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা দেলুয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মো. মিজানুর রহমান , বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. এমারত হোসেন,সাধারণ সম্পাদক বালিয়া ইউনিয়ন যুবলীগ মোঃ আনিসুর রহমান , বালিয়া ইউননিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব হাসান , উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক – ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নীরব আহাম্মেদ রুমান সহ বালিয়া ইউনিয়ন আ’লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।