বৃহস্পতিবার থেকে চলবে আরও ৭২ ট্রেন

আলোকিত রিপোর্ট:

রেলপ‌থে যাত্রী প‌রিবহ‌ণে চা‌হিদা বরাবরই। চলমান ট্রেনের স‌ঙ্গে আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে রেলবহরে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল, ক‌মিউটার চালু করা হচ্ছে। সবমিলিয়ে আরও ৭২টি ট্রেন চালু হচ্ছে।

এর আ‌গে লকডাউনের বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহণ শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রেলও‌য়ের অতি‌রিক্ত মহাপ‌রিচালক (অপা‌রেশন) সরদার সাহাদাত আলী জানান, আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে যাত্রীবাহী ট্রেন চালু হ‌চ্ছে। ই‌তোম‌ধ্যে ১২ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২৪ জোড়া মেইল এবং কমিউটার ট্রেন চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে চট্টগাম-সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈশাখাঁ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন কোচ ও ইঞ্জিন মেরামত বা স্বল্পতার জন্য পরবর্তীতে চালানোর সুপারিশ করা হয়েছে।