আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ৯৫ শতাংশ মানুষকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে একটি জাতীয় ই-ওয়ালেট চালুর পরিকল্পনাও রয়েছে, যা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।
বিএনপির ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলা এবং আইসিটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। দলটি দাবি করেছে, এ খাতে সরাসরি ও পরোক্ষভাবে মোট ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।
এছাড়া ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তাদের সুবিধার্থে পেপালসহ আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু করে একটি ক্যাশ-লাইট অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলস্টেশন ও গ্রামীণ ডিজিটাল সেন্টারসহ জনবহুল এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
সাইবার নিরাপত্তা জোরদারে আধুনিক আইন ও নীতিমালা প্রণয়ন এবং দেশের তথ্য সুরক্ষায় এআই-চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়। বিএনপির মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অবকাঠামো আরও নিরাপদ ও আধুনিক হবে।
দলটির নেতারা বলছেন, প্রযুক্তিনির্ভর এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও ডিজিটাল রাষ্ট্রে রূপান্তর করাই তাদের লক্ষ্য।
সাবরিনা রিমি/










