মহাকাশ পর্যটনে ব্যবহৃত নিউ শেপার্ড রকেটের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী অন্তত দুই বছর এই সাবঅরবিটাল রকেটের যাত্রীবাহী ফ্লাইট চালানো হবে না।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিন জানায়, চাঁদে মানুষ পাঠানোর সক্ষমতা দ্রুত উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্পদ ও জনবল পুনর্বিন্যাস করা হচ্ছে। এ কারণেই নিউ শেপার্ডের মহাকাশ পর্যটন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
২০২১ সাল থেকে নিউ শেপার্ড রকেটের মাধ্যমে ধনাঢ্য যাত্রী, তারকা ও বিশেষ অতিথিদের প্রায় ১০ মিনিটের জন্য মহাকাশের সীমানা পর্যন্ত ভ্রমণের সুযোগ দেওয়া হতো। এই রকেটে জেফ বেজোস নিজে ছাড়াও অভিনেতা উইলিয়াম শ্যাটনার, সংগীতশিল্পী ক্যাটি পেরি, ক্রীড়াবিদ মাইকেল স্ট্রাহানসহ মোট ৯৮ জন যাত্রী মহাকাশসীমা অতিক্রম করেছেন।
চাঁদে ফের মানুষ পাঠানোর নাসার আর্টেমিস কর্মসূচিতে ব্লু অরিজিন ও ইলন মাস্কের স্পেসএক্স উভয় প্রতিষ্ঠানই চুক্তিবদ্ধ। পরিকল্পনা অনুযায়ী, স্পেসএক্সের তৈরি ল্যান্ডার দিয়েই নাসার আর্টেমিস-৩ মিশনে চাঁদে অবতরণ করার কথা রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই মিশন সময়মতো প্রস্তুত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী ও নাসার তৎকালীন ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি সতর্ক করে বলেন, স্পেসএক্স নির্ধারিত সময়ে প্রস্তুত না হলে বিকল্প হিসেবে ব্লু অরিজিনের ল্যান্ডার ব্যবহারের কথাও বিবেচনায় নিতে পারে নাসা।
বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে নতুন মহাকাশ প্রতিযোগিতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চাঁদে দ্রুত মানুষ পাঠাতে মরিয়া। চীন ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো নিজেদের নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে।
এদিকে আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী মিশন, যেখানে মহাকাশচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন কিন্তু অবতরণ করবেন না সেটি আগামী ফেব্রুয়ারির শুরুতেই উৎক্ষেপণ হতে পারে বলে জানিয়েছে নাসা।
ব্লু অরিজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ শেপার্ডের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি লক্ষ্য চাঁদে স্থায়ী মানব উপস্থিতি গড়ে তোলার অঙ্গীকারেরই অংশ। তবে ভবিষ্যৎ ফ্লাইটের টিকিটধারীরা কবে আবার মহাকাশ ভ্রমণের সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: সিএনএন
সাবরিনা রিমি/










