আজ চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাসের জন্মদিন

শর্ত সাপেক্ষে জামিন পেলেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস

দেবশিীষ বিশ্বাস একুশে টিভির পথ চলার শুরুর দিকে বিনোদনধর্মী স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ তে উপস্থাপনার মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেলেও দেবাশীষ বিশ্বাসের প্রথম পরিচয় আজ একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই।

আজ রূপালি ভুবনের এই প্রিয় মানুষটির শুভ জন্মদিন। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। আলোকিত স্বদেশের পক্ষ থেকে জন্মদিনে তার প্রতি রইল শুভচ্ছো।

নন্দিত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাস। স্বভাবতই তিনি হেঁটেছেন বাবার পথ ধরে চলচ্চিত্রের আঙ্গিনায়। দাম্পত্য জীবনে এক পুত্রের জনক তিনি। ২০১২ সালে দেবাশীস বিশ্বাস ও অরুণা বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নির্মাতা হিসেবে দেবাশীষের অভিষেক হয় ২০০২ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্র দিয়ে। তখনকার তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূরের ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল।

এরপর বেশ লম্বা বিরতি নেন তিনি। ২০১৩ সালে বানালেন নিজের দ্বিতীয় ছবি ‘শুভ বিবাহ’। ছবিটি তেমন ব্যবসায়িক সাফল্য না পেলেও আলোচনায় দেবাশীষ বিশ্বাস। তৃতীয় ছবি হিসেবে নির্মাণ করেন দুই নবাগত আরেফিন শুভ ও আইরিনকে নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’।

প্রসঙ্গত, গীতিচিত্র কথাচিত্র নামে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে দেবাশীষ বিশ্বাসের।

মাহমুদ সালেহীন খান