মুন্সিগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য মজিবুর রহমান ও সদর থানা সাধারণ সম্পাদক  মো. সাইদুর রহমান ফকির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনার আসল কারণ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কামরুজ্জামান রতনকে মনোনয়ন দিয়েছে। এর প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।

অভিযোগ রয়েছে, বহিষ্কৃত নেতা মজিবুর রহমান ও সাইদুর রহমান ফকির দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে মহিউদ্দিনের পক্ষে গণসংযোগ সহ নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছিলেন। মূলত এই অভিযোগের প্রেক্ষিতেই কেন্দ্রীয় হাই কমান্ড তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের।

-মেহেরীন//