শফিক তুহিন কদিন আগেও তার গাওয়া ‘ফড়িং প্রজাপতি’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে। গানটিতে শফিক তুহিনের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সাফিকা নাসরিন মিমি। আবারও শফিক তুহিনের নতুন একটি গান প্রকাশিত হয়েছে। তবে এবার তিনি গানটিতে কণ্ঠ দেননি। গানের কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন এই জনপ্রিয় তারকা।
‘অবুঝ প্রেমের সাতকাহন’ শিরোনামে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী সাফিনা করিম। এর সংগীতায়োজন করেছেন সালমান জাইম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছেন সাফিনা করিম। মিউজিক ভিডিওটি সাফিনা করিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘সাফিনা করিম গুণী একজন কণ্ঠশিল্পী। কানাডায় তার পরিচিতি আছে। নতুন এই গানটি তার কণ্ঠে ভীষণ মানিয়েছে। আমি চেষ্টা করেছি তার জন্য ভালো একটি গান তৈরি করার। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।’
সাফিনা করিম বলেন, ‘শফিক তুহিন ভাইকে ধন্যবাদ, আমার জন্য সুন্দর একটি গান তৈরি করার জন্য। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার মনে হয় শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না।’
মাহমুদ সালেহীন খান










