আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদির আসন হিসেবে পরিচিত এই এলাকা থেকেই ভোটের ময়দানে নামার ঘোষণা আসে।
মেঘনা আলম ফেসবুক পোস্টে বলেন, “ঢাকা-৮ আসনকে দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েই আমি রাজনীতিতে প্রবেশ করেছি। বহুবার দেশকে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে আন্তর্জাতিক মানের উন্নয়নের জন্য প্রয়োজন এমন নেতৃত্ব, যার চিন্তাধারা, শিক্ষা, সামাজিক মেলামেশা ও দৃষ্টিভঙ্গিতে বৈশ্বিক প্রভাব রয়েছে। আমি নিজেকে সেই বাস্তব উদাহরণ হিসেবে দেখাই। আমার লক্ষ্য কেবল প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং কার্যকর ও বাস্তবপরক পরিবর্তন আনা।”
ঢাকা-৮ এলাকার নারীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, ভোটে জয়লাভ করলে এলাকাজুড়ে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে কোনো নারী রাস্তা বা পাবলিক জায়গায় হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।
এছাড়া মেঘনা আলমের পরিকল্পনায় থাকবে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, যা পথচারী ও সাইকেল ব্যবহারকারীদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেবে। জনস্বার্থে তিনি পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিং সুবিধা, শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। এই সব সুবিধা বস্তিবাসী, সাধারণ পথচারী ও পার্কে বের হওয়া মানুষ সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের পুষ্টি নিশ্চিত করা, পরিচ্ছন্ন জীবনযাপন উৎসাহিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
মডেলিং জগত থেকে রাজনীতিতে মেঘনা আলমের এই পদক্ষেপ নতুন আলোড়ন সৃষ্টি করেছে। ঢাকা-৮ আসনে তাঁর প্রার্থিতা নতুন রাজনৈতিক আলোচনা ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অবি/










