মেডিকেলে প্রথম মাইগ্রেশনে ভর্তির সুযোগ পেলেন ১০২ শিক্ষার্থী

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের রবিবারের বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম মাইগ্রেশনে ১০২ জন শিক্ষার্থীকে মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম দফার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে মোট ১০২ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মাইগ্রেশনে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কলেজে ভর্তি হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উভয় কলেজের ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

একই সময়ে অপেক্ষমাণ তালিকা থেকে নতুনভাবে নির্বাচিত শিক্ষার্থীদেরও স্ব-স্ব কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে বলা হয়েছে। স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীদের মূল সনদ যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে চূড়ান্তভাবে গ্রহণ করবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে:

  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড।

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্র।

  • নাগরিকত্ব সনদ ও ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি।

  • উপজাতীয় ও পার্বত্য জেলা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল সনদ।

উল্লেখ্য, ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের পূর্বঘোষিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

মালিহা