সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে সংঘটিত আলোচিত আড়াই কোটি টাকা ডাকাতির ঘটনায় পুলিশি অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। খলিষখালী পুলিশ ক্যাম্পের অভিযান পরিচালনায় মোকসেদ, হাফিজুর ও সাঈদ নামে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে লুটকৃত তিন লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই বি এম তৌহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্য সাদ্দাম ও অমিতও অংশগ্রহণ করেন। তিনজনের যৌথ প্রচেষ্টায় দ্রুত গ্রেপ্তার ও অর্থ উদ্ধারের ব্যবস্থা সম্ভব হয়েছে। ডাকাতির মতো স্পর্শকাতর ও বহুল আলোচিত ঘটনার দ্রুত সমাধান এবং আসামি গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই এএসআই তৌহিদুজ্জামান রাতদিন তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় সূত্রের সহায়তায় তদন্তে যুক্ত ছিলেন। তার পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলে স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তরা আইনের আওতায় আসে এবং লুটকৃত অর্থের একটি অংশ উদ্ধার করা সম্ভব হয়।
এলাকাবাসী জানিয়েছেন, এত বড় ডাকাতির ঘটনায় তারা ভয় এবং আতঙ্কে ছিলেন। কিন্তু পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে, বিশেষ করে এএসআই তৌহিদুজ্জামান, সাদ্দাম ও অমিতের তৎপরতা সাহসী ও প্রশংসনীয় ছিল। স্থানীয়রা মনে করছেন, এই অভিযান সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনবে এবং অপরাধীদের জন্য স্পষ্ট বার্তা দেবে যে, আইনের হাত থেকে কেউ বাঁচবে না।
এদিকে তদন্তের অংশ হিসেবে ডাকাত দলের সদস্য মোকসেদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পাটকেলঘাটা থানায় আনা হয়েছে। পুলিশ আশা করছে, এর মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা এবং বাকি লুট হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।
মোঃ ইমন ইসলাম,সাতক্ষীরা/










