ইয়ামালের নৈপুণ্যে রিয়ালকে শীর্ষস্থান থেকে নামাল বার্সা

জয়ের ধারায় ফিরেই লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩–০ ব্যবধানের দাপুটে জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আবারও পেছনে ফেলেছে কাতালানরা।

এই ম্যাচে আলো ছড়ান ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। চোখ ধাঁধানো এক গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি ম্যাচের সেরা মুহূর্তও উপহার দেন তিনি। দানি ওলমো ও রাফিনহাও একটি করে গোল করেন, তবে ইয়ামালের নৈপুণ্যের কাছে তাদের গোল কিছুটা ম্লান হয়ে যায়।

আগের লিগ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে সেপ্টেম্বরের শেষ থেকে জয়হীন থাকা ওভিয়েদো স্বাগতিকদের ভোগায়। প্রথম ৪৫ মিনিটে বার্সেলোনা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ বদলে যায় চিত্র। বিরতির পর প্রথম নয় মিনিটেই প্রথমার্ধের তুলনায় বেশি শট লক্ষ্যে রাখে বার্সা। ৫২ মিনিটে ইয়ামালের চাপে থাকা কোয়াসি সিবোর দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ১৬ গজ দূর থেকে নিখুঁত কোণাকুণি শটে ডেডলক ভাঙেন দানি ওলমো।

এরপর লেভানডোভস্কির একটি হেডার গোলরক্ষক অ্যারন এসকান্দেল ঠেকালেও ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ডিফেন্ডার ডেভিড কোস্টাসের দুর্বল ব্যাকপাস কাজে লাগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ চিপ শটে বল জালে পাঠান তিনি।

ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৭৩তম মিনিটে। ওলমোর ক্রস পেনাল্টি এরিয়ার প্রান্তে পেয়ে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে ইয়ামাল গোল করেন। বড়দিনের পর এটি ছিল তার মাত্র দ্বিতীয় গোল।

এই গোল স্বাগতিকদের জন্য স্বস্তি এনে দিলেও ম্যাচের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। ওভিয়েদোর ইলিয়াস চাইরার একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়, আর হাইসেম হাসান বার্সেলোনা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে কয়েকবার পরীক্ষা করেন।

এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আবারও লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। আগের দিন জয় পেয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা রিয়াল মাদ্রিদ ২৪ ঘণ্টার মধ্যেই আবার দ্বিতীয় স্থানে নেমে গেছে।

-সাইমুন