টানা তৃতীয়বার ফিফা ‘দ্য বেস্ট’ বোনমাতি,বাকিরা কে কী পেলেন

ব্যালন ডি’অরের পর এবার ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারও জিতেছেন ফরাসি তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। একই সঙ্গে নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো ফিফা ‘দ্য বেস্ট’ জয়ের কীর্তি গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এই দুই তারকার নাম ঘোষণা করা হয়। চলতি বছর দেম্বেলের মতো ব্যালন ডি’অরও জিতেছেন বোনমাতি।

ব্যালন ডি’অরের মতো ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারেও সেরা কোচ নির্বাচিত হয়েছেন নারী ও পুরুষ ফুটবলে একই দুজন। নারী বিভাগের সেরা কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের প্রধান কোচ সারিনা ভিগমান। আর পুরুষ বিভাগের সেরা কোচের পুরস্কার উঠেছে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকের হাতে।

পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মন্টিয়েল। মে মাসে ইন্ডিপেনদিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত ওভারহেড কিকই তাকে এ সম্মান এনে দেয়।

নারী ফুটবলে বর্ষসেরা গোলের জন্য দেওয়া মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন মেক্সিকান ফরোয়ার্ড লিজবেথ ওভালে। গুয়াদালাহারার বিপক্ষে তিগ্রেসের হয়ে করা স্করপিয়ন কিক-ধাঁচের চোখধাঁধানো ফিনিশিংয়ের জন্য তিনি এই পুরস্কার পান।

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। চলতি বছরের এপ্রিল মাসে বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত থাকার সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষা করেন তিনি।

এদিকে, অনুষ্ঠানে নারী বিভাগের বর্ষসেরা একাদশও ঘোষণা করা হয়েছে।

নারী বিভাগের বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: হানা হ্যাম্পটন

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে

মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা

ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস