অরফান লাভ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হলেন আকবর আলী ও তামিম মৃধা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক আকবর আলী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ও কনটেন্ট ক্রিয়েটর তামিম মৃধা অরফান লাভ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। শনিবার রাজধানীর উত্তরায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে অরফান লাভ ফাউন্ডেশনের নির্বাহী কমিটি ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পার্টনারশিপের মাধ্যমে দেশব্যাপী এতিম ও সুবিধাবঞ্ছিত শিশুদের জন্য পরিচালিত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, সহায়তা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সমাজের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় অরফান লাভ ফাউন্ডেশন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিম মৃধা ও আকবর আলী এ উদ্যোগের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তামিম মৃধা বলেন, ‘অরফান লাভ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের শিক্ষা, মানসিক যত্ন, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের আশার আলো পৌঁছে দেওয়া আমার হৃদয়ের খুব কাছের একটি বিষয়। তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

আকবর আলী বলেন, ‘অরফান লাভ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হতে পেরে আমি সম্মানিতবোধ করছি। পরিবারহীন বা যথাযথ যত্ন থেকে বঞ্চিত শিশুরা পড়াশোনা, বেড়ে ওঠা ও একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ গড়ার প্রতিটি সুযোগ পাওয়ার যোগ্য। এত নিষ্ঠার সঙ্গে কাজ করা একটি সংগঠনের পাশে থাকতে পেরে আমি আনন্দিত এবং আশা করি আমার সম্পৃক্ততা অন্যদেরও এই মহৎ উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’

ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন অরফান লাভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাইয়্যান বিন নূর। তিনি বলেন, ‘তামিম মৃধা ও আকবর আলীকে অরফান লাভ ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁদের প্রভাব, সততা এবং সামাজিক কল্যাণে অঙ্গীকার আমাদের মিশন সফল করবে। এই আয়োজনে সম্মানিত শুভেচ্ছাদূতদের সম্পৃক্ততা সকলকে অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্বাস, একসঙ্গে কাজ করলে আমরা বাংলাদেশের এতিম শিশুদের ভবিষ্যৎ বদলে দিতে পারি।’

অরফান লাভ ফাউন্ডেশন (www.orphan.love) একটি সরকার অনুমোদিত বেসরকারি অলাভজনক সংস্থা, যা বাংলাদেশের এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে।

-সাইমুন