কেউ উগ্রতা দেখালেও আমরা সাংঘর্ষিক হব না : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের যেই অর্জন তা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ যদি উগ্রতা দেখায়, আমরা সাংঘর্ষিক হব না। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে, আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ব না, খুব ধৈর্য ধরতে হবে। কারণ তারেক রহমান পজিটিভ ও দায়িত্বশীল।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় একটি দোকানে ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় বসে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী সরকারের আমলে বিএনপি ও জামায়াতের খুন-গুমের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।
এর আগে এ্যানি চৌধুরী টাউন হল ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একটি সভায় যোগ দেন। পরে তিনি নিজ এলাকা লামচরীতে নুরে মদিনা তাহফিজুল কোরআন হিফজ মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে এ্যানি চৌধুরী বলেন, তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, কে বিরোধীতা করল, কার বিরোধীতা আমাকে করতে হবে, এসবের প্রয়োজন নেই। আপনার কাজ আপনি করেন, আপনার কথা আপনি চালিয়ে যান। আপনার কর্মটা আপনি দেখান বাস্তবতায়। শুধু স্বপ্ন না, পরিকল্পিতভাবে আপনার কাজটা মানুষকে দেখান, এটাই বিএনপির রাজনীতি।
যেটা জিয়াউর রহমান ও খালেদা জিয়া করে গেছেন। তারা এখন নেই, এখন তারেক জিয়া আছেন। সুতরাং তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ এবং লক্ষ্মীপুরকে নির্মাণ কর‍তে হবে। সেজন্যই আজকে আমাদের সংগ্রাম। 

এ্যানি চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।

-সাইমুন