শিক্ষার্থীদের মিছিলের প্রতিবাদে ছাত্রদল নেতার ‘ফ্রি কোচিং’ চালুর ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শিক্ষার্থীদের মিছিলের প্রতিবাদে ‘লাঠি না তুলে’ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চালুর ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আয়োজিত শিক্ষার্থীদের মিছিলকে ‘মব মিছিল’ বলে আখ্যায়িত করেছেন জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক ডাকসু জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সৃজনশীল কর্মসূচি হিসেবে ‘কমল অ্যাকাডেমি’ নামক একটি ফ্রি ভর্তি কোচিং প্ল্যাটফর্ম উদ্বোধনের ঘোষণা দেন।

হামিম তার পোস্টে দাবি করেন, ছাত্রদলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যে স্লোগান দেওয়া হয়েছে, তার প্রতিবাদে তিনি কোনো সহিংস পথে হাঁটবেন না। বরং শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এর জবাব দেবেন। তিনি উল্লেখ করেন, এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ করে দেবে। মূলত তারেক রহমানের গণতান্ত্রিক আদর্শ ও পূর্বসূরীদের গঠনমূলক রাজনীতির দর্শন থেকেই তিনি এই শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই ছাত্রদল নেতা আরও আশা প্রকাশ করেন, এই অ্যাকাডেমি থেকে প্রস্তুতি নিয়ে যারা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তারা ‘মববাজি’ না করে বরং সহনশীল ও পরিশীলিত মনস্তত্ত্বের পরিচয় দেবে। উল্লেখ্য, গত রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ মিছিল করলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। সেই ঘটনার প্রেক্ষাপটেই ছাত্রদল নেতার পক্ষ থেকে এমন ব্যতিক্রমী প্রতিবাদের ঘোষণা এলো।

মালিহা