ক্যাম্পাসে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি এড়াতে রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লার্ভিসাইড ও মশকনিধন কীটনাশক স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে মশকনিধন অভিযান শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্প্রতি ক্যাম্পাসে মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মশাবাহিত রোগ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে একাধিক দল বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এলাকা, প্যারিস রোডের ড্রেন ও নর্দমায় কীটনাশক ছিটানো হয়। এই উদ্যোগকে সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। তবে মশা নিধনে কীটনাশক ছিটানোর পাশাপাশি ড্রেন পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার ওপরও জোর দিয়েছেন শিক্ষার্থীরা।
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ জানান, ক্যাম্পাসকে মশামুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এটি কোনো একদিনের বিশেষ কর্মসূচি নয়, বরং প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশকনিধন অভিযান অব্যাহত রাখা হবে। কর্মসূচিতে রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমুসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
মালিহা










