একটি পুরানো ধারবাহিক নাটকে যুক্ত হয়েছেন মোশাররফ করিম। সম্প্রতি নাটকটির শতাধিক পর্ব প্রচারিত হয়েছে। নাম ‘তেল ছাড়া পরোটা’। পরিচালনা করছেন কচি খন্দকার। আব্দুল চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
এ প্রসঙ্গে মোশাররফ করিম জানান, তিনি আবদুল নামে একটি চরিত্রে অভিনয় করছেন। এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করেননি। তিনি মূলত যাত্রাকে ঘিরে তিলের খাজা, বাদাম বিক্রি করেন। যাত্রার অভিনয়ের প্রতি তার খুব ঝোঁক। কিন্তু তিনি অভিনয়ের কিছুই পারেন না। পরে যাত্রাদলের বাবুর্চির সহকারী হিসাবে কাজ করেন।
কচি খন্দকার জানান, প্রথম পর্ব থেকেই মোশাররফ করিমকে দিয়ে শুরু করার ইচ্ছা ছিল। সেই ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সিনেমা ও সিরিজ নিয়ে ব্যস্ততার কারণে মোশাররফের শিডিউল মেলেনি। অবশেষে ১২১ পর্ব থেকে মোশাররফ করিমকে দেখা যাবে।
মাহমুদ সালেহীন খান










