নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ দিচ্ছে চীনের খ্যাতনামা তিয়ানজিন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) উভয় প্রতিষ্ঠানের এক উচ্চপর্যায়ের বৈঠকে এনএসইউ শিক্ষার্থীদের জন্য চারটি পিএইচডি এবং একটি মাস্টার্সসহ মোট পাঁচটি ‘ফুল ফান্ডেড’ স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ আবাসন সুবিধা, পূর্ণাঙ্গ চিকিৎসা বিমা এবং আকর্ষণীয় মাসিক জীবনযাপন ভাতা পাবেন। পিএইচডি গবেষকদের জন্য প্রতি মাসে ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৫০০ চীনা ইউয়ান ভাতা বরাদ্দ রাখা হয়েছে। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির পুরো মেয়াদজুড়েই এই আর্থিক সুবিধা কার্যকর থাকবে।
এনএসইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভাইস ডিন অধ্যাপক সান পেইঝে এবং আন্তর্জাতিক শিক্ষা স্কুলের ভাইস ডিন লিউ ওয়েনওয়েসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এনএসইউর উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ এবং বিভিন্ন অনুষদের ডিন ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে স্কলারশিপের পাশাপাশি পরিবেশ খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক অংশীদারিত্বের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এনএসইউ কর্তৃপক্ষ এই উদ্যোগকে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনে এক বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছে। ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে আলোচনাটি শেষ হয়।
-মালিহা










