চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অনারা ক্যান আছন?’ (আপনারা কেমন আছেন)। জবাবে মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘ভালা আছি’ (ভালো আছি)।
দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন। শুরুতে তিনি উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, এরপর মঞ্চে ওঠেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটি লক্ষ্য সামনে রেখে—একটি পরিবর্তনের লক্ষ্যে। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রাম, যেখানে তিনি শহীদ হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।’
মাঠে উচ্ছ্বসিত জনতা
বিএনপির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকেও বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীসহ দলের শীর্ষ নেতারা। মাঠে চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
-এমইউএম










