২০২৬ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, যা জরিমানা প্রদান সাপেক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে পারবেন আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর নির্ধারিত ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। এছাড়া বিশেষ বিবেচনায় ২ হাজার ৫০০ টাকা প্রতিষ্ঠান জরিমানা এবং ৩০০ টাকা বিলম্ব ফিসহ ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
ফরম পূরণের যাবতীয় ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ৫ মার্চ পর্যন্ত। কারিগরি বোর্ড সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে।
মালিহা










