গত বছর ‘ এশা মার্ডার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন পূজা এগনেজ । চরিত্রের নামে ডেকেছে দর্শকরা। চরিত্রের নামে ডেকেছেন তাকে। সাম্প্রতিক সময়ে পূজা কি কাজ নিয়ে ব্যস্ত আছেন। জানতে চাইলে পূজা বলেন, ‘‘এশা’র পর বেশ কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছে। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ হয়নি। তাই যুক্ত হইনি। কেননা ‘এশা মার্ডারে’ নামভূমিকায় অভিনয় করেছি। এখন এমন কোনো চরিত্র করতে চাই যেখানে আমার করার কিছু আছে। অর্থাৎ ক্যারেক্টারের গুরুত্ব যেন থাকে। শুধু নায়িকা হয় থাকলাম এরকম চাই না।’’
ছোটবেলায় নাচের প্রশিক্ষণ নিয়েছেন পূজা। ইচ্ছা আছে এমন কোনো ছবিতে কাজের যেখানে নাচের দক্ষতা দেখানোরও সুযোগ থাকে। তার কথায়, ‘ছোট থেকে নাচ করি। প্রথম সিনেমায় সেটা দেখানোর সুযোগ ছিল না। কেননা পুরোটাই গল্প নির্ভর ছিল। যেখানে অভিনয়ে পুরোটা ঢেলে দেওয়ার সুযোগ থাকলেও নাচের ছিল না। সেখানেও সফল হয়েছি। দর্শকের প্রশংসা পেয়েছি।’
এরপর বলেন, ‘আমি ছোট থেকে নাচ করি। নাচতে খুব পছন্দ করি। কিন্তু দর্শক জানেন না। তাই চাইছি ওই ধরনের ওই ধরণের কোনো সিনেমায় নাম লেখাতে যেখানে নাচের সুযোগটাও থাকবে।’
পূজা জানালেন শাকিব খানের ‘সোলজার সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রগুলোর একটিতে অভিনয়ের প্রস্তাব এসেছিল। ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘সোলজারে’ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কাস্টিং ডিরেক্টর থেকে কল এসেছিল। কারণ বলতে গেলে গল্প বলে দেওয়া হবে। সেটা যেকোনো সিনেমার জন্য ক্ষতিকর। তাই বলছি না। তবে চরিত্রের শেষটা মনে ধরেনি আমার। তাই করা হয়নি।’’
শাকিব খানের ছবিতে সুযোগের জন্য মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। সেখানে উল্টো পথে হাঁটা বোকামি হয়ে গেল না জবাবে আত্মবিশ্বাসী পূজার কথা, ‘একবার যেহেতু কল এসেছে আশা করি ভালো কিছুর সুযোগ আবার আসবে। তবে ডাক আসায় নতুন হিসেবে আমি আনন্দিত এবং যথেষ্ট আত্মবিশ্বাসী।’
গানেও পারদর্শী পূজা। আনুষ্ঠানিকভাবে মাইক্রোফোনের সামনে দাঁড়ানোরও আছে পরিকল্পনা। বললেন, ‘গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে আমার। ছোটবেলায় নেওয়া। আট বছর কবি নজরুল একাডেমিতে শিখেছি। গান নিয়েই পথ চলছিলাম। হঠাৎ সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানো। তারপরের গল্প সবার জানা। যাইহোক, গানও করার ইচ্ছা আছে। কেননা আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই অভিনয়ের পাশাপাশি গান করছেন।’
‘এশা মার্ডার’-এ পূজা ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ। এটি নির্মাণ করেছেন সানি সানোয়ার।
মাহমুদ সালেহীন খান










