ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প

ছবি: সংগৃহীত
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে রোববার সকালে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পের মাত্রা কম ছিল, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটি বেশ আতঙ্ক সৃষ্টি করেছে।
বাংলাদেশ আবহাওয়া অফিসের সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে এবং ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় এটি অনেকের কাছেই স্পষ্ট ছিল। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’র মতে, এটি একটি অগভীর (Shallow) ভূমিকম্প ছিল।
ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় জনজীবনে বড় ধরনের কোনো প্রভাব বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা জানিয়েছেন, তারা বেশ শক্তিশালী কম্পন অনুভব করেছেন যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও তার আশপাশের এলাকায় ভোররাতে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ঘটনার ২০ দিনের মাথায় উত্তরের জনপদে এই কম্পন ভূতাত্ত্বিক সচেতনতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এলো। আবহাওয়া বিশেষজ্ঞরা একে স্বাভাবিক ভূ-কম্পন বললেও বারবার এমন ছোট ছোট কম্পনকে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের কারণে কোথাও কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
লামিয়া আক্তার