আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে এবার ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭৬ জন। এর আগে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া ৪১৭ জনের মধ্যে ২৫ জন নারী প্রার্থী তাদের বৈধতা নিশ্চিত করেছেন।
আপিল শুনানিতে জয়ী যারা: নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি বাতিল করেছিলেন। এর বিপরীতে জমা পড়া ৬৪৫টি আপিলের শুনানি শেষে ১৮ জানুয়ারি ৪১৭ জনকে বৈধ ঘোষণা করা হয়।
আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্য নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাকে নোটিশ দেওয়া হলেও শুনানিতে তার প্রার্থিতা বহাল থাকে। এ ছাড়া ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, খুলনা-৫ আসনে জাতীয় পার্টির শামিম আরা পারভীন, বগুড়া-৬ আসনে বাসদের দিলরুবা এবং যশোর-২ আসনে বিএনপির সাবিরা সুলতানা বৈধতা পেয়েছেন।
নারী প্রার্থীদের আঞ্চলিক চিত্র: নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাজধানী ঢাকা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।
সর্বোচ্চ প্রার্থী: ঢাকা-১২ ও নেত্রকোনা-৪ আসনে সর্বোচ্চ ৩ জন করে নারী প্রার্থী লড়াই করছেন।
ঢাকা বিভাগ: ঢাকার ২০টি আসনে এবার রেকর্ড ১৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-৭ ও ঢাকা-১৮ আসনে ২ জন করে নারী প্রার্থী রয়েছেন।
পার্বত্য অঞ্চল ও অন্যান্য: খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে ২ জন করে নারী প্রার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া রংপুর-৩, জয়পুরহাট-১, নাটোর-২, ঝিনাইদহ-৪, নরসিংদী-৫, গোপালগঞ্জ-৩, চাঁদপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং চট্টগ্রাম-১০ আসনে ২ জন করে নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
নির্বাচন কমিশনের অবস্থান: আপিল শুনানির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, “ইসি কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আইন অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছে। আমরা সবার অংশগ্রহণে একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে চাই।”
উল্লেখ্য, এবার ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৪৯ জন এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের। সীমানা জটিলতায় আদালতের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের চূড়ান্ত তালিকা আগামী ২৭ জানুয়ারি জানা যাবে।