বাউফলে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে ৪ প্রার্থী

মোঃ দেলোয়ার হোসেন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী গত বুহস্পতিবার (২২ জানুয়ারী) জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দা সস্পন্ন করা হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই পটুয়াখালী-২ বাউফল আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাউফল আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নড়ছেন সাবেক এমপি বীর মুক্তিওযাদ্ধা শহিদুল আলম তালুকদার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্ব›িদ্বতা করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীক নিয়ে মাঠে আছেন মুফতী মালেক আনোয়ারী। গণঅধিকারের প্রার্থী হিসেব ট্রাক প্রতীক নিয়ে হাবিবুর রহমান নির্বাচন করছেন।

প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের পক্ষে ভোট প্রার্থনা করে মাইকিং প্রচার,জনসভা,মিছিল,পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। প্রচারণার শুরুতেই বাউফলে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

-সাইমুন